• The Fundamental Flaw of Democracy

    The Fundamental Flaw of Democracy

    You’ve seen them flying the banner of **’Shamm, Humanistic Morjada, and Inshaf’** \[Equality, Human Dignity, and Justice\], haven’t you? The spelling of those who fly this banner is a little different from mine, so mine might seem unfamiliar; they say it like this: **Samya, Manobik Morjada, ebong Samajik Nyaybichar** \[Equality,…

  • সত্য, ভোট, এবং গণতন্ত্রের বিতর্ক: তাগুতী শাসন ও মানব মুক্তি

    সত্য, ভোট, এবং গণতন্ত্রের বিতর্ক: তাগুতী শাসন ও মানব মুক্তি

    ভাষা ও অর্থের ইতিহাস বিবেচনা করলে, ‘মাহফিল’ (প্রায়শই ‘মজলিশ’ বা ‘মাফিল’ হিসেবে বানান করা হয়) মূলতঃ যেকোনো জমায়েত বোঝাতে পারত। আমরা কোনো জমায়েতে কারো কোনো জনসমক্ষে ঘোষণাকেও ‘মাহফিল’ বলতে পারতাম। তবে বাংলাদেশে ‘মাহফিল’-এর অর্থ কেবল ইসলামিক আলোচনা-ভিত্তিক জমায়েতের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। একইভাবে, ‘গজল’-এর মূল ব্যাপক, সাহিত্যিক অর্থ বাংলায় সংকুচিত…

  • উত্তর-জাতি: এককত্বের ফ্যাসিবাদী ফাঁদ

    উত্তর-জাতি: এককত্বের ফ্যাসিবাদী ফাঁদ

    আমার পরিচিত একজন শিক্ষাবিদের কাছ থেকে বুদ্ধের জ্ঞানের একটি নমুনা পেয়েছিলাম, যা এইরকম: নদী পার হওয়ার জন্য একটি নৌকার প্রয়োজন, কিন্তু অন্য তীরে পৌঁছানোর পরে, নৌকাটি কেবল একটি বোঝা, এবং এটিকে মাথায় বহন করা নিছক বোকামি। আমি লেখায় স্মৃতি/স্মৃতিকথা/ঘটনা ব্যবহার করা, দুটি পক্ষের বিতর্কের মাধ্যমে একটি একক আখ্যান তৈরি করাকে…

  • ‘বিভাজনের রাজনীতি’ প্রসঙ্গে

    ‘বিভাজনের রাজনীতি’ প্রসঙ্গে

    এই দেশে একটি দীর্ঘস্থায়ী ধারণা রয়েছে—বিভাজনের রাজনীতি। অথচ, এর কোনো স্পষ্ট ধারণা আমি কোথাও পাইনি; আমার মনে হয়, বিভিন্ন পক্ষ এই বিষয়ে তাদের রাজনৈতিক শত্রুদের নিয়ে অভিযোগ করে, এবং তাদের সকলেই দাবি করে যে এই ক্ষতিকারক রাজনীতির অবসান ঘটানোর উপায় হলো তাদের নিজ নিজ বিষয়ে ঐক্যমত অর্জন করা। অতএব, আমি…

  • “লা শারিক আল্লাহ”

    “লা শারিক আল্লাহ”

    অধিকার ও কর্তব্যের সম্পর্ক প্রতিটি ব্যক্তির সমাজের প্রতি একটি কর্তব্য (Duty) রয়েছে, এবং সমাজ প্রতিটি ব্যক্তির কাছে নির্দিষ্ট অধিকার (Hক) ঋণী। যদি কোনো ব্যক্তির অধিকার লঙ্ঘিত হয়, তবে সমাজকে পদক্ষেপ নিতে হবে। একই কথা ব্যক্তির কর্তব্যের ক্ষেত্রেও প্রযোজ্য। মা-বাবার সেবা করা বা এমনকি নিজের সন্তানকে লালন-পালন করা—এগুলো আসলে সমাজের উপর…

  • ফ্যাসিবাদ-এর সম্ভাবনা: রাজনৈতিক বাসনায় ডান-বাম এবং ইসলামের রাজনীতি

    ফ্যাসিবাদ-এর সম্ভাবনা: রাজনৈতিক বাসনায় ডান-বাম এবং ইসলামের রাজনীতি

    শত্রুতার রাজনীতি প্রসঙ্গে: পার্টির ইউএসপি এবং হাসিনা মডেলের ভ্রান্তি রাজনৈতিক শত্রুতা বিদ্যমান থাকবেই, এবং দলগুলো তা অনুশীলন করতেই থাকবে। তবে আমি দেখতে পাচ্ছি যে দলগুলো এই বিষয়ে বেশ দিশেহারা, এবং তাদের নিজেদের স্বতন্ত্র বিক্রয় প্রস্তাবনা (Unique Selling Proposition – USP) সম্পর্কে তাদের চিন্তা বেশ ঝাপসা! তাই আমি কয়েকটি টিপস দিতে…

  • বাংলাদেশকে যুক্তিসিদ্ধ করা: ঐতিহাসিক আখ্যান ও রাজনৈতিক বাসনার সংকট

    বাংলাদেশকে যুক্তিসিদ্ধ করা: ঐতিহাসিক আখ্যান ও রাজনৈতিক বাসনার সংকট

    বর্তমানে দেশে বিভিন্ন রাজনৈতিক সংঘাত বিদ্যমান, যা বহু পক্ষের বহু যুক্তিকে সামনে নিয়ে আসছে। তবে আমার সন্দেহ, আমরা এখন একটি মৌলিক সমস্যার মুখোমুখি: ঐতিহাসিক আখ্যানের সংকট—এক কথায়, আমি এই বিষয়টিকে ‘বাংলাদেশের যুক্তিসিদ্ধকরণ (Rationalizing Bangladesh)’ বলে ডাকতে চাই। আমরা ইতিহাসের এমন একটি মুহূর্তে এসে পৌঁছেছি, যেখানে একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে যুক্তিসিদ্ধ…

  • Rationalizing Bangladesh: The Crisis of Historical Narrative and Political Desire

    Rationalizing Bangladesh: The Crisis of Historical Narrative and Political Desire

    Various political conflicts are currently present in the country, bringing forth multiple logics from many sides. However, I suspect we are facing a fundamental problem now: the crisis of historical narrative—in a word, I’d like to call this topic, ‘Rationalizing Bangladesh.’ We have arrived at such a moment in history…

বেকুবের শুখের নামও শমান শুখ–রক মনু

Follow Us

ডান-বাম কি জিনিশ?

ডান বামের ভাগাভাগি করার বেলায় বরং ইছলাম আপনারে হেল্প করতে পারে! মানে, ডান হইলো ডিউটির পলিটিক্স, আর বাম হইলো রাইটছ্ বা হকের পলিটিক্স। মানে, ডানেরা কইতেছে জে, শকলে তার তার ডিউটি পালন করলে রাইটছ্ অটোমেটিক এস্টাবলিশ হবে; আর বামেরা কইতেছে, শকলের রাইটছ্ বা হক আদায় করলেই তো ডিউটি পালন হইয়া জাইতেছে! দুই পক্ষের কেউই ডিউটি বা হক–কোনটারেই বেহুদা ভাবে না। একটু এক্সামিন করি, নেশনালিজম কেন ডান? কারন, ঐটা নাগরিকদের ডিউটির গান গায়, নেশন/দেশের জন্ন নিজেরে কোরবানি দিতে কয়, মানুশের হক মুলতবি রাখে; খেয়াল করলে দেখবেন, একটা জাতি জখন পরাধিন, তখন কিন্তু তাদের নেশনালিজম নিজের হক আদায়ে ফাইট করে, ফলে তখন তারে বেশ বাম বাম লাগে! আর শাধিন হবার পরেই শেই নেশনালিজম হকের আলাপ বাদ দিয়া ডিউটির কথা কইতে থাকে কেবল, নেশনালিজম তখন হইয়া ওঠে জুলুমের পর্দা!

ইছলামিস্ট পলিটিক্সের মর্ম আমার মতে এই দুইয়ের মাঝামাঝি; কেননা, শমাজে-রাশ্টে মানুশের/নাগরিকদের ডিউটি আর হকের ভিতর ফয়ছালা করতে চায় ইছলাম–দুনিয়াবি পলিটিকেল অর্থে ইছলাম তাই শাচ্চা মদ্ধপন্থি।

এখনকার দুনিয়ায় ডান আর বামের একটা জেনারেল তারিফ বা ডেফিনিশন ঠিক পাইলাম না, তাই নিজেই দেবার ফিকির করলাম।

আমার এই ডেফিনিশনে ডিউটি এবং হক/রাইটছ্ দিয়া জেই ভাগাভাগি করলাম, তার দুয়েকটা দিক আরেকটু কিলিয়ার করতে হয়।

খেয়াল করেন, হক বা রাইটছ্ ব্যাপারটা পচ্চিম মোতাবেক রাশ্টের বিপরিতে বেক্তির পাওনা, কিন্তু ডিউটি’র ব্যাপারটা তাদের ডিফাইনিং টার্মিনোলজিতে পাই না তেমন। কিন্তু চোখা নজরে দেখলে বুঝবো জে, ডিউটির ভাবনার ছেন্টারে আছে শমাজ/কালেকটিভ। এই দুইটার রিশতা খুব শম্ভব এমন জে, বেক্তি আর শমাজ, এই দুইটার ভিতর ডায়ালেক্টিক্স/টেনশন আছে এবং নাগরিক ভোটাররা শমাজে জখন জেইটার ঘাটতি দ্যাখে, শেইটারে খমতায় পাঠায়।

ওদিকে, দুইটার একটা খুব জটিল মিলের পয়েন্ট আছে: দুইটাই চরমে গেলে আমরা পাবো ফেছিজম! জেমন ধরেন, নেশনালিস্ট পলিটিক্স হইলো ডিউটির পলিটিক্স এবং নেশনালিজম চরমে গেলে ফেছিজমে কনভার্ট করে নিজেরে! ওদিকে, রাইটছ্ ভাবনা চরমে গেলে কি হয় বা হবে? এইটা বোঝা একটু মুশকিল বটে: কেননা, জেনারেল ভাবনা খুব শম্ভব এমন জে, ঐটার চরম কোন রাশ্টেই এখনো দেখতে পাই নাই আমরা; ফলে আর কোন নিশানা দিয়া ফলাফল বোঝার ফন্দি বাইর করা দরকার!

এইখানে খেয়াল করা দরকার জে, মার্ক্সিজম কিন্তু শুরু হইতেছে লেবারের হক ডাকাতির নালিশ দিয়া, এবং মার্ক্সের ইশতেহার শেই হক/রাইট ফেরত পাইতে চায়, কেপিটালের কব্জা থিকা মুক্তি চায়; তাই এইটার বুনিয়াদ হইলো রাইটছ্; কিন্তু মার্ক্সের তরিকা মোতাবেক বানানো দুনিয়ার শকল রাশ্টেই শেই রাইটছ্ আখেরে ডিউটিতে কনভার্ট করছে নিজেরে এবং রাইটছ্ জিনিশটাই উল্টাইয়া গেছে অনেকটা! মানে ঐ রাশ্টোগুলায় রাইটছ্ মানে খাড়াইছে বেক্তির উপর রাশ্টের (কমুনিটি নামের কালেকটিভের বাহানায়) রাইটছ্, চরিত্রের দিক থিকা ঐ রাশ্টোগুলাই শবচে বড়ো কেপিটাল, একটা কর্পোরেশন জেইটা বেক্তিরে কতোগুলা ডিউটি দিয়া আটকাইতেছে। তার মানে, বাম থিকা শুরু হইয়া আখেরে শকল মার্ক্সিস্ট রাশ্টো আমার ডেফিনিশন বা তারিফ মোতাবেক ডানের দিকে হাটতে হাটতে ফেছিজমে হাজির হইতেছে! তাই হিটলার আর এস্টালিন হইয়া উঠতেছে বরাবর! হকের পলিটিক্স কখন জে ডিউটির পলিটিক্স হইয়া উঠলো, গায়ে লাগানো লেবেলের কারনে শেইটা আমাদের নজরেই পড়ে না পেরায়! ডিউটিরেই দেখাইতেছে হক হিশাবে; হকের বাহানায় ডিউটির এমন হাজির হওয়া কয়দিন আগেও দেখা গেলো ঢাকায়: মাইয়াদের হক আদায়ে একটা অর্গানাইজেশন দেখা গেলো জারা মাইয়াদের ডিউটি মনে করাইয়া দিয়া শেই ডিউটি পালন করারেই মাইয়াদের হক হিশাবে দেখাইতে চাইলো 🙂 ।

Translate »