
•
ভাশা এবং অর্থের ইতিহাশ দিয়া ভাবলে মাফিল মানে জে কোন মশলিশই হইতে পারতো, একটা জমায়েতে জে কোন ব্যাপারে বয়ান করতেছেন কেউ, তারেই আমরা মাফিল কইতে পারতাম। কিন্তু বাংলাদেশে মাফিলের অর্থ এখন খাড়াইছে– ছেরেফ ইছলামি বয়ানের জমায়েত! শব্দের ভাব বা অর্থ বাংলায় এমনই ছোট হইয়া গেছে গজলের। গজল ব্যাপারটা জেই লিটারারি টেডিশন থিকা আশছে, তাতে…

•
চেনা এক একাডেমিশিয়ান থিকা বুদ্ধের এলেমের এক নমুনা পাইলাম এমন: নদি পার হইতে নৌকা লাগে, কিন্তু পার হবার পরে নৌকাটা ছেরেফ বোঝা, শেইটা মাথায় লইয়া হাটা আলবত বেকুবি। লেখাজোখায় মেমোরি/মেমোয়ার/ঘটনা ইউজ করা, দুই পক্ষের ভিতর একটা বাহাছ দিয়া একলা একলা একটা ন্যারেটিভ পয়দা করা খুবই নাপছন্দ আমার, বাইন্ধা পিটাবার মতো বাকশালি খাছলত মনে হয়;…

•
দেশে এমন একটা ভাবনা আছে–বিভাজনের রাজনিতি, বহু বছর ধইরাই। কিন্তু এই ব্যাপারে কিলিয়ার বোঝাপড়া পাই নাই আমি কোথাও; দেশের বিভিন্ন পক্ষ তার তার মতো কইরা তার তার পলিটিকেল দুশমনদের ব্যাপারে অমন নালিশ কইরা থাকেন এবং শকলেই তার তার পয়েন্টে একমত হওয়াটারেই রিভাজনের রাজনিতি থিকা বাইরাবার, ঐ খতিকর রাজনিতি খতম করার উপায় হিশাবে দাবি কইরা…

•
পলিটিকেল দুশমনি থাকবে এবং শেইটা চর্চাও কইরা জাইতেছে পাট্টিগুলা; কিন্তু এই ব্যাপারে পাট্টিগুলারে বেশ বেদিশা লাগে আমার, নিজেদের ইউএছপি’র ব্যাপারেও পাট্টিগুলার ভাবনা বেশ ঝাপশা! তাই দুয়েকটা টিপ্স দিতে চাই। বাট শুরুতে ঐ ব্যাপারে পাট্টিগুলা বেদিশা থাকার দুয়েকটা কারন তালাশ করা উচিত। শবচে বড়ো কারনটা খুব শম্ভব এমন: পাট্টিগুলা আশলে হাসিনারে একজন ছাকছেছফুল পলিটিশিয়ান ভাবেন!…

•
দেশে হরেক পলিটিকেল ফ্যাছাদ হাজির আছে, তাতে বহু পক্ষের বহু লজিক হাজির হইতেছে; কিন্তু আমি আন্দাজ করি, আমরা একটা বুনিয়াদি মুশকিলে পড়ছি এখন–ইতিহাশের বয়ানের মুশকিল; এক কথায় আমি এই টপিকটার নাম দিতে চাই, ‘রেশনালাইজিং বাংলাদেশ’। ইতিহাশের এমন একটা খনে হাজির হইছি আমরা জেইখানে রাশ্টো হিশাবে বাংলাদেশকে রেশনালাইজ করার আওমি/বাওমি বয়ানটা বাতিল হইয়া গেছে, ঐ…

•
হক এবং ডিউটির রিশতা শমাজের পোরতি ব্যক্তির ডিউটি আছে, আবার শমাজের কাছে ব্যক্তির হকও আছে। ব্যক্তির হকের ভায়োলেশন ঘটলে ব্যবস্থা নিতে হবে শমাজের। ব্যক্তির ডিউটির ব্যাপারেও তাই। মা-বাপের খেদমত করা বা এমনকি নিজের বাছুর পালন–এইগুলা আশলে বুড়া মানুশ এবং বাচ্চাদের হক, শমাজের কাছে, ব্যক্তির কাছে না; ঐগুলা করার ভিতর দিয়া ব্যক্তি আশলে শমাজের পোরতি…