-

ফেছিজমের শম্ভাবনা: ডান-বামের পলিটিক্স আর পলিটিকেল বাশনায় ইছলাম
•
পলিটিকেল দুশমনি থাকবে এবং শেইটা চর্চাও কইরা জাইতেছে পাট্টিগুলা; কিন্তু এই ব্যাপারে পাট্টিগুলারে বেশ বেদিশা লাগে আমার, নিজেদের ইউএছপি’র ব্যাপারেও পাট্টিগুলার ভাবনা বেশ ঝাপশা! তাই দুয়েকটা টিপ্স দিতে চাই। বাট শুরুতে ঐ ব্যাপারে পাট্টিগুলা বেদিশা থাকার দুয়েকটা কারন তালাশ করা উচিত। শবচে বড়ো কারনটা খুব শম্ভব এমন: পাট্টিগুলা আশলে হাসিনারে…
-

পলিটিকেল বাশনার মায়ের নাম ইতিহাশ
•
দেশে হরেক পলিটিকেল ফ্যাছাদ হাজির আছে, তাতে বহু পক্ষের বহু লজিক হাজির হইতেছে; কিন্তু আমি আন্দাজ করি, আমরা একটা বুনিয়াদি মুশকিলে পড়ছি এখন–ইতিহাশের বয়ানের মুশকিল; এক কথায় আমি এই টপিকটার নাম দিতে চাই, ‘রেশনালাইজিং বাংলাদেশ’। ইতিহাশের এমন একটা খনে হাজির হইছি আমরা জেইখানে রাশ্টো হিশাবে বাংলাদেশকে রেশনালাইজ করার আওমি/বাওমি বয়ানটা…
-

লা শরিক আল্লা
•
হক এবং ডিউটির রিশতা শমাজের পোরতি ব্যক্তির ডিউটি আছে, আবার শমাজের কাছে ব্যক্তির হকও আছে। ব্যক্তির হকের ভায়োলেশন ঘটলে ব্যবস্থা নিতে হবে শমাজের। ব্যক্তির ডিউটির ব্যাপারেও তাই। মা-বাপের খেদমত করা বা এমনকি নিজের বাছুর পালন–এইগুলা আশলে বুড়া মানুশ এবং বাচ্চাদের হক, শমাজের কাছে, ব্যক্তির কাছে না; ঐগুলা করার ভিতর দিয়া…
-

রাজনৈতিক মনজিল ২০৪১
•
আমাদের একমত হওয়া দরকার যে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বহু জাতির একটি কনফেডারেশন। একই সাথে ‘বাংলাদেশি’ নামে একটি নিছক ভৌগোলিক অর্থে সাধারণ ‘জাতি’ আছে, যা আমরা ‘ন্যাশনাল পার্লামেন্ট’, ‘ন্যাশনাল ইলেকশন’, ‘ন্যাশনাল আর্কাইভ’, ‘পাসপোর্ট’ ইত্যাদি শব্দে সহজেই পাই এবং বুঝতে পারি। এই সাধারণ জাতির ধারণা এবং ‘বাঙালি’, ‘মুসলমান বাঙালি’, ‘হিন্দু বাঙালি’, ‘চাকমা’,…
-

ইলেকশন: ইশতেহার ২০২৬
•
১. বিচার ও জবাবদিহিতা ট্রুথ কমিশন গঠন করে অতীতের রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতির তদন্ত। অতীতের ভুলভ্রান্তি অতিক্রম করে সামাজিক সংহতির বুনিয়াদ তৈরি করা। পাবলিক প্রসিকিউটর নির্বাচন: জনগণের অংশগ্রহণে নির্বাচন হবে; ভোট দেবেন চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকসহ স্থানীয় নেতৃত্ব। নির্বাচিতরা/প্রসিকিউটররা সরকার কনট্রোলের বাইরে থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারবেন। রিম্যান্ড সংস্কার: পুলিশ…